বাংলা ভাষার ওপর যারা হিংস্র থাবা দিয়েছিল, বিএনপি তাদের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলা সমিতির আয়োজনে জাতীয় সাহিত্য উৎসবে বক্তব্য দেন তিনি।
এ সময়, যারা বাংলা ভাষার ওপর হিংস্র থাবা দিয়েছিল তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মন্ত্রী। তিনি বলেন, যারা ভাষাকে বিকৃত করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
এসব অপশক্তি বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ করেন হাছান মাহমুদ। এছাড়া তিনি জানান, বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।
দুদিনব্যাপী এ সাহিত্য উৎসবে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ বাংলাদেশ ও ভারতের কবি-সাহিত্যিকরা যোগ দিয়েছেন।