1. rashidarita21@gmail.com : bastobchitro :
নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে রমজানে কর্মসূচি: বিএনপি | Bastob Chitro24
বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে রমজানে কর্মসূচি: বিএনপি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

১৫ বছর ধরে ক্ষমতার বাইরে বিএনপি প্রখমবারের মতো রমজান মাসে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে। নেতাকর্মীদের মনোবল ধরে রাখতেই রমজান মাসেও কর্মসূচি দিয়েছে বলে জানায় দলটি। আর বিএনপির একদফা আন্দোলন কৌশল দেখে তা মোকাবিলায় আওয়ামী লীগ পাল্টা কৌশল নির্ধারণ করবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

এদিকে জুনের মধ্যেই চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। আন্দোলতের গতি ধরে রাখতে ও দলকে আরও ঐক্যবদ্ধ করতে রমজানকে সাংগঠনিক মাস হিসেবে বেছে নেয়ার কথা জানিয়েছেন দলের নীতিনির্ধারকরা। ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল সারা দেশে অবস্থান, মানববন্ধন, লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে তারা। এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা সফর করছেন তৃণমূলে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠাতে জনগণ পুরোপুরি তৈরি। এপ্রিলের শেষের দিকে ইদ হলে আমাদের হাতে সময় আছে মে-জুন। জুনের শেষে আবারও ইদ। তাই আমরা আশা করি, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে বিএনপি সঠিক নেতৃত্ব দেবে।
 
আর ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে বিএনপি সম্প্রতি সরকার বিরোধী নানা কর্মসূচি পালন করেছে। তবে রোজার মাসে ইফতার পার্টি ছাড়া কখনোই মাঠের কোনো আন্দোলনে যায়নি। এবারই প্রথম রোজার মধ্যেও কর্মসূচি দিয়েছে দলটি।
 
রমজানে বিএনপির কর্মসূচি সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ক্ষমতায় যাওয়ার বিএনপি জন্য এতই মরিয়া হয়ে ওঠেছে যে তারা রোজার মাসও দেখে না, সাধারণ মাসও দেখে না। তাদের কার্যকলাপ সবকিছুই অসংলগ্ন। তাদের কথা হচ্ছে নির্বাচন হতে দেবে না।
 
বিএনপি ফ্যাসিস্ট কথাবার্তা বলছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, এগুলো মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা অতীতেও এ ধরনের কথা শুনেছি।
 
বিএনপি অতীতে আগুন সন্ত্রাস করেছে। এখন আগুন সন্ত্রাসে যাওয়ার আগে তারা বাকসন্ত্রাস করছে বলেনও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
 
২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। ২০১৮ নির্বাচনে অংশ নিলেও মাঝ পর্যায়ে মাঠ ছেড়ে দেয় দলটি। তারপর থেকে মোট ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি