1. rashidarita21@gmail.com : bastobchitro :
দেশের রাজনৈতিক ইতিহাসে এমন সংকটময় পরিস্থিতি আসেনি: ফখরুল | Bastob Chitro24
বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

দেশের রাজনৈতিক ইতিহাসে এমন সংকটময় পরিস্থিতি আসেনি: ফখরুল

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩

বাংলাদেশ চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশ সম্প্রতি চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য, জ্বালানি ও বিদ্যুতের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক মাসে বিদ্যুতের দাম বেড়েছে তিন বার। পরিবহন ব্যয় কয়েকগুণ বেড়েছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এমন সংকটময় পরিস্থিতি আসেনি।

রোববার (৫ মার্চ) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এরআগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কুমিল্লা ও ফরিদপুর বিভাগের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান বিএনপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফখরুল অভিযোাগ করেন, ‘অর্থনীতির মূল খাতগুলো ক্ষমতাসীনদের যোগসাজশে একদিকে সীমাহীন দুর্নীতি, অন্যদিকে চরম অব্যবস্থাপনার ফলে মারাত্মকভাবে ভেঙে পড়েছে। একদিকে নজিরবিহীন মূল্যস্ফীতি, অন্যদিকে অনির্বাচিত সরকারের দুঃশাসন মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।’

সরকার নিজের ব্যর্থতা স্বীকার করে দুর্ভিক্ষের কথা বলছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান ভোটারবিহীন অনির্বাচিত সরকারের অনির্বাচিত প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের আশঙ্কার কথা বলে তাদের সরকারের দুর্নীতি ও অযোগ্যতাকেই স্বীকার করে নিয়েছেন।’

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ সংবিধানে সংযোজন করে। এর ফলে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত পরবর্তী কয়েকটি নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়েছিল। কিন্তু এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাতিল করেছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চাই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. হারুন আল রশিদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, জহিরুল হক শাহজাদা মিয়া, এস এ কে একরামুজ্জামান এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সম্পাদকসহ জেলার আগত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি