1. rashidarita21@gmail.com : bastobchitro :
‘গলায় সোনালি রঙ’, নতুন হামিংবার্ডের সন্ধান | Bastob Chitro24
বুধবার, ০৮ মে ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

‘গলায় সোনালি রঙ’, নতুন হামিংবার্ডের সন্ধান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

গলায় সোনালি রঙয়ের মতো উজ্জল এক ধরনের হামিংবার্ডের সন্ধান পেয়েছে গবেষকরা। পেরুর কর্ডিলেরা আজুল ন্যাশনাল পার্কে এটির খোঁজ মেলে। খবর সিএনএনের।

কর্ডিলেরা আজুল পার্কটি আন্দিজ পর্বতমালার পূর্ব ঢালের একটি বাইরের শৈলশিরার অংশ। বিচ্ছিন্ন জায়গা হওয়ায় এখানে জেনেটিক্যালি স্বতন্ত্র প্রজাতি খুঁজে পাওয়া যায়।

শিকাগোর ফিল্ড মিউজিয়ামের পাখির কিউরেটর জন বেটস বলেন, ‘আমি পাখিটির দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম এটিকে অন্য কিছুর মতো মনে হচ্ছে না। প্রথমে আমার ধারণা ছিল, এটি একটি নতুন প্রজাতি।

পেরুতে ফিল্ডওয়ার্ক শেষ করার পরে গবেষকরা পাখির ডিএনএ বিশ্লেষণ করতে ফিল্ড মিউজিয়ামে ফিরে আসেন। এরপর গবেষকরা আশ্চর্যজনক কিছু বিষয় আবিষ্কার করেন।

বেটস বলেন, আমরা ভেবেছিলাম এটি জেনেটিক্যালি স্বতন্ত্র হবে, কিন্তু এটি কিছু মার্কারে হেলিওডক্সা ব্র্যানিকির সঙ্গে মিলেছে, যা পেরুর সাধারণ অঞ্চলের গোলাপী গলার হামিংবার্ডগুলোর মধ্যে একটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি