1. rashidarita21@gmail.com : bastobchitro :
ইমরানকে গ্রেফতারে বাসভবনে পুলিশ, বাধা নেতাকর্মীদের | Bastob Chitro24
সোমবার, ২০ মে ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেপি ৪০০ পার করলে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে ডেঙ্গু নিয়ে মিথ্যাচার করছেন মেয়র তাপস: সাঈদ খোকন বাজারভিত্তিক সুদহারে হস্তক্ষেপের ইঙ্গিত বাংলাদেশ ব্যাংকের কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার সুজন রহমানের পারিবারিক সংগঠনের সন্ধান ১৩৯ উপজেলায় দলীয় প্রতীকহীন ভোট আজ সহিত্যিক মীর মোশাররফ স্কুলের প্রাচীর সংস্কার হচ্ছে অনেক কাঠখড় পুড়িয়ে। সরকারি মালিকানাধীন ২৮টি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে চলছে হজের ভিসায় নতুন বিধি-নিষেধ জারি গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসজনিত বিদায় অনুষ্ঠান রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের ক্যাপ বিতরণ

ইমরানকে গ্রেফতারে বাসভবনে পুলিশ, বাধা নেতাকর্মীদের

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেফতার করতে তার বাসভবনে হাজির হয়েছে পুলিশ। লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কের বাইরে তারা অবস্থান নিয়েছে। পুলিশ আর ইমরান খানের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে পিটিআই-এর নেতা-কর্মীরা। খবর দ্য ডনের।

সাবেক এ প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে দায়ের করা তোষাখানা মামলায় তিনবার শুনানি এড়িয়ে গেছেন। সর্বশেষ তার আদালতে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। তার আইনজীবীরা আদালতকে জানান ব্যস্ত সূচির কারণে ইমরান খান আদালতে হাজির হতে পারেননি।

লাহোর পুলিশের সহযোগিতায় এই অভিযানে ইসলামাবাদ পুলিশও অংশ নিয়েছে। রোববার (৫ মার্চ) একাধিক টুইটে ইসলামাবাদ পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

ইসলামাবাদ পুলিশের এক ‍টুইটে বলা হয়েছে, পিটিআই প্রধানকে গ্রেফতারের চেষ্টা করা হলেও তিনি গ্রেফতার ‘এড়িয়ে চলেছেন’। ইসলামাবাদ পুলিশ আরও জানিয়েছে, ইসলামাবাদ পুলিশের সুপার ইমরানের কামরায় গেলেও সেখানে তাকে পাওয়া যায়নি।ঃ

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ইমরান খানের বাসভবনের অভ্যন্তরে উপস্থিত লোকেরা দরজা খুলছে না, পুলিশকে সহযোগিতা করছে না। এরই মধ্যে বিপুল সংখ্যক পিটিআইকর্মী জামান পার্কে পৌঁছাতে শুরু করেছে।

পিটিআইয়ের শীর্ষ নেতাদের মধ্যে ফাওয়াদ চৌধুরী, ইয়াসমিন রশিদ, আসাদ উমর, এজাজ চৌধুরী এবং শাহ মাহমুদ কুরেশিসহ আরও অনেকেই লাহোরে ইমরান খানের বাসায় রয়েছেন।

ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘ইমরান খানকে গ্রেপ্তারের যে কোনো প্রচেষ্টা পরিস্থিতিকে মারাত্মকভাবে খারাপ করবে। আমি এ অযোগ্য ও পাকিস্তানবিরোধী সরকারকে পাকিস্তানকে আরও সংকটে ঠেলে না দেওয়ার এবং সংবেদনশীলভাবে কাজ না করার জন্য সতর্ক করতে চাই।’

উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা মামলায় ইসলামাবাদের একটি আদালত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ান জারি করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি