1. rashidarita21@gmail.com : bastobchitro :
কক্সবাজারে পর্যটকদের জন্য সপ্তাহব্যাপী বিশেষ ছাড় | Bastob Chitro24
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেপি ৪০০ পার করলে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে ডেঙ্গু নিয়ে মিথ্যাচার করছেন মেয়র তাপস: সাঈদ খোকন বাজারভিত্তিক সুদহারে হস্তক্ষেপের ইঙ্গিত বাংলাদেশ ব্যাংকের কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার সুজন রহমানের পারিবারিক সংগঠনের সন্ধান ১৩৯ উপজেলায় দলীয় প্রতীকহীন ভোট আজ সহিত্যিক মীর মোশাররফ স্কুলের প্রাচীর সংস্কার হচ্ছে অনেক কাঠখড় পুড়িয়ে। সরকারি মালিকানাধীন ২৮টি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে চলছে হজের ভিসায় নতুন বিধি-নিষেধ জারি গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসজনিত বিদায় অনুষ্ঠান রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের ক্যাপ বিতরণ

কক্সবাজারে পর্যটকদের জন্য সপ্তাহব্যাপী বিশেষ ছাড়

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকত শহরে কক্সবাজারে অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। সপ্তাহব্যাপী উৎসবে পর্যটকরা কক্সবাজার ভ্রমণে আসলে হোটেল মোটেলে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া দেওয়া হবে। একই সঙ্গে রেস্তোরাঁ, ওয়াটার বাইক ও বিচ বাইক, প্যারাসেলিং, গাড়ি পার্কিংয়েও ছাড় দেওয়া হবে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পর্যটন মেলা ও বিচ কার্নিভাল আয়োজন কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।
 
সংবাদ সম্মেলনে মো. আবু সুফিয়ান বলেন, উৎসব চলাকালীন কক্সবাজারের সব হোটেল-মোটেলে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এছাড়া সব রেস্তোরাঁয় ৫০ শতাংশ, ওয়াটার বাইক ও বিচ বাইকে ২০ শতাংশ, প্যারাসেলিংয়ে ৩০ শতাংশ, গাড়ি পার্কিংয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। আর ফটোগ্রাফারের মাধ্যমে ছবি তোলায় প্রতি কপিতে দুই টাকা করে ছাড় দেওয়া হবে।

মো. আবু সুফিয়ান বলেন, কক্সবাজারকে ব্র্যান্ডিং করতে চাই। কক্সবাজারের প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে দেশ-বিদেশের ভ্রমণপিপাসু পর্যটকরা এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ স্বাচ্ছন্দ্যে উপভোগ করুক। তাই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি সপ্তাহব্যাপী আনন্দ-উৎসব অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে থাকছে মেলা, সেমিনার, কনসার্টসহ আরও নানা আয়োজন। মেলায় বিভিন্ন বিষয়ে ২০০টি স্টল থাকবে।
 
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার ও পর্যটন সেলের দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি