1. rashidarita21@gmail.com : bastobchitro :
সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি: সেলিমা রহমান | Bastob Chitro24
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি: সেলিমা রহমান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩

সরকারের অধীনে সিটি করপোরেশনসহ কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শনিবার (১১ মার্চ) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মহানগর বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ে মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে বিএনপির সিনিয়র নেতা সেলিমা রহমান বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে প্রার্থী দেয়া তো কোনো প্রশ্নই আসে না। সিটি করপোরেশনসহ কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।
তিনি আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বলেন, সমগ্র বাংলাদেশে এখন ক্ষোভ জমেছে, এখনও সময় আছে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে পদত্যাগ করুন।

এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদ, কারাবন্দিদের মুক্তি, সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি আদায়ে সবাইকে এক হয় আন্দোলন করার আহবান জানান।

এদিকে বরিশাল জেলা উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে নগরীর জেলা জজ আদালতের সামনে ও হাসপাতাল রোড এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল ব্যাপক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি