ফেনীর লালপোল এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি টহল দল।
সোমবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল ফুটওভার ব্রিজের নিচ থেকে গাঁজাসহ দুজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চড়পাড়া এলাকার আবদুল করিমের ছেলে আবুল হাশেম (৩৪) ও কক্সবাজার জেলার পাহাড়তলী থানার মৃত নূর আলমের ছেলে এনামুল হাসান (২১)।
র্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপোল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে তল্লাশি করা হয়। তখন তাদের কাছে থাকা দুটি ট্রাভেল ব্যাগ থেকে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ফেনী র্যাব-৭ এর অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লাখ ৭০ হাজার টাকা। পরে র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করে।
এ জাতীয় আরো খবর..