কুষ্টিয়ার খোকসায় স্যালো ইঞ্জিন চালিত ইট ভাটার গাড়ির ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকালে ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর আরশেদ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মিজু আরাফ ব্রিকস নামের ইটভাটা ভাংচুর করেছে। নিহত ব্যক্তি ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর আজিল এলাকার টিপু মোল্লার ছেলে জনি মোল্লা (৩২)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
এলাকাবাসী জানান, নিহত জনি সকাল সাড়ে আটটার দিকে কাজের উদ্দ্যেশে মটর সাইকেল যোগে রওনা হয়ে রমানাথপুর আরশেদ মোড় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মিজু আরাফ ব্রিকস এর স্যালো ইন্জিন চালিত বাটাহাম্বা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় বাটাহাম্বা গাড়ির চালক জামাল শেখ ঘটনাস্থল থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভাটায় পৌঁছে গাড়ি রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মিজু আরাফ ব্রিকস এ ভাংচুর করে।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ইটভাটার গাড়ির ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বজনদের অনুরোধে পরিবারের হেফাজতে দেয়া হয়েছে।