বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, সৌদি থেকে সহনীয় মূল্যে জ্বালানি তেল পেতে চায় সরকার। এ নিয়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলানের সাথে বৈঠকও করেন তিনি।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন প্রতিমন্ত্রী।
বৈঠকের কিছু ছবি শেয়ার করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বন্ধু রাষ্ট্র সৌদি আরবের কাছ থেকে আমরা সহনীয় মূল্যে জ্বালানি তেল ও এলএনজি পেতে চাই।’
তিনি আরও বলেন, ‘চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌদি আরব কীভাবে বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারে, সেসব নিয়ে আলোচনা হলো সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে। আশা করি বৈঠকটি আমাদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।