দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘটে খুলনায় ঢুকতে পারছে না দূরপাল্লার বাস। চলছে না লঞ্চও। শ্রমিক নেতাদের দাবি, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে তাদের এই কর্মসূচি। বিএনপির সমাবেশের সঙ্গে ধর্মঘটের কোনো সম্পর্ক নেই।
খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে সারি সারি দাঁড়িয়ে আছে বাস। বন্ধ রয়েছে পরিবহনের কাউন্টারগুলো। মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্রা, সিএনজি, নসিমনসহ অবৈধ যানবাহন বন্ধের দাবিতে খুলনায় ঘুরছে না গাড়ির চাকা।
শুক্রবার সকাল থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালে যাত্রীদের আনাগোনা থাকলেও কোনো বাস ছেড়ে যায়নি, আবার কোনো বাস খুলনাতে প্রবেশ করেনি। এতে যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।
এদিকে বাস ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের পর এবার বন্ধ করা হয়েছে নগরে প্রবেশের প্রধান দুই খেয়াঘাট। শুক্রবার রাতে যাত্রীপ্রতি ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টার জন্য রূপসা ও জেলাখানা ঘাট বন্ধের ঘোষণা দেন নৌকা মাঝি সমিতির নেতারা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।