1. rashidarita21@gmail.com : bastobchitro :
সবাইকে খাদ্য উৎপাদন করতে বললেন প্রধানমন্ত্রী | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

সবাইকে খাদ্য উৎপাদন করতে বললেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

বিশ্বে খাদ্য মন্দা চলছে, সবকিছুর দাম বেড়ে গেছে। তাই সবাইকে খাদ্য উৎপাদনের প্রতি নজর দিতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর-কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত ৬ লেনে উন্নীত হওয়া সড়কের উদ্বোধন শেষে তিনি বলেন, বিশ্বে খাদ্য মন্দা চলছে। তাই আপনাদের কাছে আবেদন থাকবে, আমাদের মাটি উর্বর, কোনো জায়গা যেন খালি না থাকে। উৎপাদন করতে হবে। নিজেরটা নিজে খান বা মানুষকে দেন বা বিক্রি করেন। যে যা পারেন তাই উৎপাদন করেন। জায়গা খালি রাখবেন না।

‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। তাই উচ্চমূল্যে আমাদের খাদ্য কিনতে হচ্ছে। আমরা শুধু ধান উৎপাদন করতে পারছি। কিন্তু গম, চিনি, ভোজ্যতেল, জ্বালানি তেল উচ্চমূল্য দিয়ে কিনতে হচ্ছে। ২০০ ডলার দিয়ে যে গম কেনা হতো তা ৬০০ ডলার দিয়ে কিনেছি। বহু অতিরিক্ত ডলার খরচ করে আমরা জনগণের চাহিদা মেটাচ্ছি।’

ঊর্ধ্বমূল্যের বাজারেও দেশের স্বল্প আয়ের মানুষের সুবিধার কথা চিন্তা করে সরকারের নেয়া কিছু উদ্যোগের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা এক কোটি মানুষকে কার্ড দিয়েছি ৩০ টাকা কেজিতে চাল কেনার জন্য। তার থেকেও যারা কম উপার্জন করে এমন ৫০ লাখ লোককে মাত্র ১৫ টাকা কেজি চাল কেনার সুযোগ করে দিয়েছি। আমরা রমজানে এক কোটি মানুষকে বিশেষ সুবিধা দেব। এর মধ্যে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে। আর কিছু মানুষকে সামান্য টাকা দিয়ে কিনে খেতে হবে।

ঢাকায় খেলার মাঠের অভাব, বিনোদনের অভাব আছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজকে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি (কালশী মাঠ) সেখানে বিনোদন পার্ক হবে। এখানে কেউ ভবন বানাতে পারবে না। ছেলেমেয়েদের খেলার ব্যবস্থা হবে, শিশুদের জন্য পার্ক করা হবে। বয়স্করা যারা হাঁটাচলা করতে চান, সে ব্যবস্থা করা হবে। কিন্তু এই মাঠ যেন মাঠ থাকে।
ঢাকায় অনেক খাল ছিল, জলাধার ছিল। এখন আর তেমন কিছুই বেঁচে নেই। আমরা কিছু উদ্ধারের চেষ্টা করছি। মানুষ এতে অসুস্থ হচ্ছে। কারণ, পরিবেশ ভালো নেই। আমরা সব ধ্বংস করছি। এসব কিছুকে বাঁচাতে হবে, তবেই আমরা বেঁচে থাকতে পারব – বলেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি