1. rashidarita21@gmail.com : bastobchitro :
রংপুরে স্কুল কমিটির দ্বন্দ্বে প্রাণ গেল শিক্ষার্থীর | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

রংপুরে স্কুল কমিটির দ্বন্দ্বে প্রাণ গেল শিক্ষার্থীর

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

রংপুরের পীরগঞ্জের ৫ নম্বর মদনখালি ইউনিয়নের খেতাবের পাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ভোটকে কেন্দ্র করে সংঘর্ষে আকাশ মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও চার জন।

মিঠাপুকুর-পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, খেতাবের পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোটকে কেন্দ্র করে ভোটার হালনাগাদ হচ্ছিল। কিন্তু একটি পক্ষ ১৮টি অবৈধ ভোটার করার চেষ্টা করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম নুরন্নবী তা মানতে রাজি হননি। এ নিয়ে একটি পক্ষ সকাল থেকে দেশি অস্ত্র নিয়ে বিদ্যালয়ে অবস্থান করে। পরে বেলা সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিদ্যালয়ে আসার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে বল্লম ছুড়তে থাকে। ওই বল্লম গিয়ে লাগে শিক্ষার্থী আকাশের গায়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে স্কুল ঘেরাও করে থাকা লোকজন ওসি আব্দুল আউয়ালকে অবরুদ্ধ করে রাখে। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে পীরগঞ্জ থানার এসআই নুরুল ইসলামসহ অনেকেই আহত হন।এ বিষয়ে মিঠাপুকুর-পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান সময় সংবাদকে বলেন, স্কুল ম‍্যানেজিং কমিটির ভোটকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অষ্টম শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি