1. rashidarita21@gmail.com : bastobchitro :
মাদক ও বখাটের সঙ্গে সন্তান যেন বন্ধুত্ব না করে: ডিএমপি কমিশনার | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

মাদক ও বখাটের সঙ্গে সন্তান যেন বন্ধুত্ব না করে: ডিএমপি কমিশনার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সন্তান চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হতে না পারলে চাপ সৃষ্টি করা যাবে না। মেধা একসময় বিকশিত হবে। ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই আসল সার্থকতা।

তিনি বলেন, সন্তান যেন মাদকে আসক্ত না হয়, বখাটের সঙ্গে বন্ধুত্ব না করে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত চাপ দিলে অনেক সময় সন্তান বিপথে চলে যেতে পারে। মানবিক গুণাবলি অর্জনের দিকে নজর দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিবারের মেধাবী সন্তানদের ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২১’ প্রদান অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি সদর দফতরে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ বৃত্তি দেয়া হয়।

গোলাম ফারুক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষায় ভালো ফল করার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। মানবিক গুণাবলি অর্জন করতে হবে। নিজের সবচেয়ে বড় সম্পদ হলো মা-বাবা, ভাইবোন ও আত্মীয়স্বজন। এ শিকড় কখনো ছিন্ন করা যাবে না।

উচ্চশিক্ষিত ও সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে জনগণের সেবা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ২ লাখ ১২ হাজার সদস্যের পরিবার। এখানে কেউ ভালো করলে সবাই প্রশংসিত হয়, আবার খারাপ করলে সবার গায়ে লাগে। এ জন্য বাহিনীর কোনো সদস্য যেন খারাপ কাজে জড়িয়ে না পড়েন, সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।


২০১৭ সাল থেকে পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পুলিশ পরিবারের মেধাবী ও কৃতী সন্তানদের লেখাপড়ায় আরও উদ্বুদ্ধ করতে এই বৃত্তি দেয়া হচ্ছে। এ বছর ডিএমপিতে কর্মরত ২৭১ পুলিশ সদস্যের সন্তান বৃত্তি পেয়েছে। গত ৩ ডিসেম্বর আইজিপি ১৩৩ জনকে মেধাবৃত্তি দেন। বাকি ১৩৮ জনকে (এসএসসিতে ৭৯ ও এইচএসসিতে ৫৯ জন) বৃহস্পতিবার মেধাবৃত্তি দেন ডিএমপি কমিশনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি