1. rashidarita21@gmail.com : bastobchitro :
ব্রাহ্মণবাড়িয়ায় এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

চার শতাধিক প্রতিযোগির অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় মোট ৩২টি ইভেন্টের আয়োজন করা হয়। যেখানে ৯টি উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সেখানে শিক্ষার্থীদের ক্রীড়া নৈপূণ্য দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। আর খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও।

স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, পুরো স্টেডিয়াম জুড়ে কোমলমতি শিক্ষার্থীদের দৌঁড়ঝাপ চলছে। কেউ একশো মিটার, কেউ তারও বেশি দৌঁড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আবার কেউ গোলক নিক্ষেপ করছেন, কেউ ভারি আকারের চাক্কি ছুঁড়ে মারছেন। হাইজাম্প এবং লং-জাম্প তো রয়েছেই।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে দৌঁড়ে অংশ নেয়া শান্তা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা চাই পড়ালেখার পাশাপাশি  এ্যাথলেটিকস সবসময় চালু থাকুক। এমন আয়োজন আমাদের ভীষণ ভালো লাগে।’

আসাদুজ্জামান নূর নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা চাই এমন আয়োজন যেন সবসময় হয়। এতে আমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণ করতে পারব।

প্রতিযোগিতায় উপস্থিত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘এই এ্যাথলেটিকস প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা এবং এখন জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। আশা করি আগামীতে‌ও এই আয়োজন থাকবে। এখানে এমন কিছু খেলা রয়েছে যেগুলো দিন দিন হারিয়ে যেতে বসেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে সেগুলো ফিরিয়ে আনতে পারলে অনুষ্ঠানের সার্থকতা পাওয়া যাবে।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, ‘আমরা আশা করি এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বের হয়ে আসবে।’

এছাড়া অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘খেলাধুলার প্রতি শেখ কামালের অবদান ছিল অবিস্মরণীয়। আমরা আশা করি শেখ কামালের আর্দশকে ধারণ করে তরুণ সমাজ মাদক থেকে সরে আসবে। এই আযোজনের মধ্য দিয়ে একদিন ক্রীড়া ক্ষেত্রে দেশের মুখ উজ্জল করবে নতুন প্রজন্মের তরুণেরা। এখান থেকে উঠে আসা ছেলেমেয়েরা একদিন অলিম্পিক খেলায়ও অংশগ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি