1. rashidarita21@gmail.com : bastobchitro :
বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে উত্তরের জেলা লালমনিরহাটে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। আর শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অ্যাজমা, নিউমোনিয়া, ডায়রিয়া, অ্যালার্জি, সর্দি-কাশিসহ ঠান্ডাজনিত রোগ। ২৫০ শয্যাবিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

গত দুই দিনে লালমনিরহাট সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতাল গুলোতে ৮০ জন শিশু ও ৪৫ জন বৃদ্ধ ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। এ ছাড়া হাসপাতালের বহির্বিভাগে শিশু রোগীর চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু বিভাগে জায়গা না থাকায়, হাসপাতালের খোলা বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে।

শিশু রাতুলের (২) মা চায়না বেগম বলেন, ‘আমার ছেলের জ্বর ও সর্দি হয়েছে। তাই হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার দেখে কিছু ওষুধ লিখে দিয়েছেন। আর বাচ্চার যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে সেজন্য পরামর্শ দিয়েছেন।’

শিশু সুমাইয়ার (৩) পিতা জয়নাল আবেদীন বলেন, ‘গত দুদিন ধরে বাচ্চার হঠাৎ ডায়রিয়া দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানোর পরও মেয়ে এখানও সুস্থ হয়নি। তাই বাধ্য হয়ে হাতপাতালে ভর্তি করেছি।
বৃদ্ধ গোলজার আলী (৫৮) বলেন, ‘ঠান্ডা বাড়ায় খুব কষ্টে আছি। কিছুক্ষণ পরপর শ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় শ্বাস আটকে মারাই যাব।’

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী বলেন, ‘প্রচণ্ড শীতে শারীরিক সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হন বৃদ্ধ ও শিশুরা। তাদের শরীর তীব্র শীত সাপোর্ট করতে না পারায় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন। গত দুদিনে হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি