”অমর একুশে বইমেলা” শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। বইমেলাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন লেখক ও প্রকাশকরা। তবে চলমান বৈশ্বিক মন্দায় কাগজের দাম বৃদ্ধিতে মেলার জন্য বই ছাপার কাজ হচ্ছে ধীরগতিতে বলেও জানান প্রকাশনা সংস্থাগুলো।
এবার কাগজের দাম বৃদ্ধির কারণে বইয়ের দাম বাড়তে পারে বলে ধারনা প্রকাশকদের। তবে দাম বাড়লেও প্রকৃত পাঠকরা ঠিক তাদের পছন্দের বই কিনবেন বলেও আশা তাদের।
দাম কিছুটা বাড়লেও তা পাঠকের সহনীয় পর্যায়ে রাখার আশ্বাস দেন সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমদ।
করোনার কারণে গেল বছর নির্দিষ্ট সময়ে শুরু হয়নি বইমেলা। তবে এবার যথাসময়ে মেলা শুরুর জন্যে চলছে প্রস্তুতি। নতুন বই প্রকাশের জন্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন লেখক, প্রকাশকরা।
রাজধানীর প্রেসগুলোতে ঘুরে দেখা যায়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় কাগজের দাম বেড়ে যাওয়ায় যে পরিমাণ বই ছাপার কথা তেমন ব্যস্ততা চোখে পড়েনি প্রেসগুলোতে।
গুনে গুনে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ভাষার মাস ফেব্রুয়ারিতে শুরু হবে বাঙ্গালীর প্রাণের বইমেলা। বই মেলার আয়োজন নিয়ে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান প্রকাশকরা।