1. rashidarita21@gmail.com : bastobchitro :
প্রধানমন্ত্রী বললেন, বিএনপির দুর্নীতি-দুঃশাসন বিদেশিদের কাছে তুলে ধরতে হবে | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী বললেন, বিএনপির দুর্নীতি-দুঃশাসন বিদেশিদের কাছে তুলে ধরতে হবে

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

দেশের বর্তমান উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি অতীতে বিএনপি দুর্নীতি-অপশাসনের মাধ্যমে বিরোধী রাজনৈতিকদের ওপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল, তা বিদেশিদের কাছে তুলে ধরতে হবে। এজন্য আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিটজ কার্ল্টন হোটেলে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা দেখা করেন। এ সময় তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশে বহুমাত্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ গতি ধরে রাখতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষ ভোটের অধিকার ফিরে পেলেও অতীতে বিএনপি তা হরণ করেছিল। এ সময়, দেশে অনুকূল পরিবেশ তৈরি করা হচ্ছে জানিয়ে প্রবাসে থাকা ব্যবসায়ী-উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি