কুষ্টিয়া অরণি সাংস্কৃতিক সংসদের সদস্য এ্যাডভোকেট রোকনুজ্জামান সাজুর প্রথম কাব্যগ্রন্থ একগুচ্ছ ভালোবাসার মোড়ক উন্মোচিত হয়েছে ।
১৬ জানুয়ারি সোমবার বিকেল চারটায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর নীচতলা, কুষ্টিয়া রোটারী গ্যালারিতে- সাংস্কৃতিক সংসদের সভাপতি- সুশান্ত কুমারের সভাপতিত্বে -প্রধান অতিথির আসন গ্রহণ করেন কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় মানবিক অনুষদের ডিন, ডঃ শহিদুর রহমান। এ্যাডভোকেট সোহেলী পারভীন ঝুমুরের সঞ্চালনায় -জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারি অধ্যাপক সরকারি মহিলা কলেজ ডক্টর অজয় মৈত্র , গণমাধ্যম কর্মী হাসান আলী ,এ্যাডভোকেট সুব্রত চ্যাটার্জী, অ্যাডভোকেট আবু সাঈদ ,অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন, কবি ও লেখক আলম আরা জুঁই,কবি আখতারুজ্জামান চিরু অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, লেখক রেজাউল হক ,কবি জসিম উল্লাহ।
বিশেষ অতিথিবৃন্দ ‘একগুচ্ছ ভালোবাসা’ বইটির প্রশংসা, ব্যক্ত করেন। বক্তব্য সমাপ্ত হলে -আমন্ত্রিত অতিথীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের গান পরিবেশন করেন।