রাজধানী পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) পাশে অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারী) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এহসান মাহমুদ অপু (২৮) নামে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা নুর ইসলাম জানান, তারা ফায়ার এক্সটিংগুইশার রিফিলের কাজ করেন। ঠিকাদারির মাধ্যমে অপু মিটফোর্ড হাসপাতালের পাশে পিডব্লিউডি’র অফিসের সামনে খোলা জায়গায় রিফিলের কাজ করার সময় বিস্ফোরণ হয়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
অপু ডেমরা বাসস্ট্যান্ড এলাকায় থাকেন। তার বাবার নাম মজিবর রহমান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তার পেটে গুরুতর আঘাত রয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ জাতীয় আরো খবর..