1. rashidarita21@gmail.com : bastobchitro :
পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে গুম-খুন-চাঁদাবাজি বন্ধে মানববন্ধন | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে গুম-খুন-চাঁদাবাজি বন্ধে মানববন্ধন

চট্টগ্রাম অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে গুম-খুন-চাঁদাবাজি বন্ধ করে পার্বত্যবাসীর নিরাপত্তা এবং সকল সম্প্রদায়ের মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও ভূমির সম-অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্ল্যাকার্ড, ফেস্টুনসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, আব্দুল আলিম (মনু কোম্পানি) ও নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সন্তু লারমার সন্ত্রাসীরা গুম খুন চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। তারা অস্ত্র জমা দেয়ার নামে সরকারের সঙ্গে নাটক করেছে। তাদের হাতে এখনও অত্যাধুনিক অস্ত্র রয়েছে, যেগুলো দিয়ে তারা পার্বত্যাঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। তবে তাদের এ উদ্দেশ্য কখনো পূরণ হতে দেবে না পার্বত্য অঞ্চলে বসবাসকারী বাঙালিরা।
বক্তারা আরও বলেন, শান্তি চুক্তিতে ভূমি নিষ্পত্তি কমিশন যে আইন রয়েছে, তা পার্বত্যাঞ্চলে বসবাসকারী বাঙালিদের সঙ্গে বৈষম্যমূলক। তাই এ আইনের সাংঘর্ষিক ধারাগুলো সংশোধন করে পাহাড়ি-বাঙালি সম-অধিকার নিশ্চিত করতে হবে।

পরে মানববন্ধন শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেন সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি