নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই, ধর্মপুর ও নোয়াখালী ইউনিয়নে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোট অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ। ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ৩৮টি কেন্দ্রের ২৫৯টি বুথ।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে জিলা স্কুল মাঠ থেকে কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো হয়। এদিকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ১২টা থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে।
সদর উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদর উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্যপদে ৯৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৬০ জনসহ মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ধর্মপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৭৫৬ জন, নোয়ান্নই ইউনিয়নে ২৫ হাজার ৮০৯ জন ও নোয়াখালী ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৬ হাজার ৫৭৫ জন ভোটার।