1. rashidarita21@gmail.com : bastobchitro :
নোয়াখালীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু | Bastob Chitro24
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

নোয়াখালীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নোয়াখালীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

পরে শিল্পকলা একাডেমির সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।
বক্তারা জানান, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ, প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবা সহজীকরণ, উদ্ভাবনী উদ্যোগে সহযোগিতা প্রদান সহ নানামুখী কার্যক্রম বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মেলায় ৩৩টি সরকারি এবং ১৫টি বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তা স্টলে তাদের ডিজিটাল সেবা প্রদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি