1. rashidarita21@gmail.com : bastobchitro :
নিজের লেখা বই ফেরি করছেন টিপু সুলতান | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

নিজের লেখা বই ফেরি করছেন টিপু সুলতান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

বছর ঘুরে এসেছে বাঙালির প্রাণের বইমেলা। লেখক-প্রকাশকরা একদিকে নতুন নতুন বই নিয়ে হাজির হচ্ছেন, অন্যদিকে পাঠকরা পছন্দের বই সংগ্রহের পাশাপাশি নিচ্ছেন প্রিয় লেখকের অটোগ্রাফ। সবমিলিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছে।

বইমেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ল গায়ে সফেদ পাঞ্জাবি, মুখ ভর্তি সাদা দাড়ি, চোখে চশমা, কাঁধে ব্যাগ আর বই হাতে ইংরেজিতে অনর্গল কথা বলা এক ব্যক্তির দিকে। যাকে ঘিরে উৎসুক পাঠক-দর্শনার্থীর ভিড়। কাছে যেতেই জানা গেল ঘুরে ঘুরে মজার ছলে ইংরেজি শেখানো ব্যক্তিটির নাম টিপু সুলতান। যিনি তার নিজের লেখা বইয়ের প্রচারণা করছেন। মেলা ঘুরে ঘুরে অটোগ্রাফ দিচ্ছেন, বিক্রি করছেন নিজের লেখা বই।

টিপু সুলতান নামের এই লেখক এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বইমেলায় এই লেখকের সঙ্গে কথা বলে সময় সংবাদ।

টিপু সুলতান জানান, বই প্রকাশের জন্য তিনি বছরের পর বছর প্রকাশকদের দোরগোড়ায় ঘুরেছেন। কিন্তু তার বইটি প্রকাশে কেউই আগ্রহ দেখায়নি। অনেককে অনুরোধ করেছেন, এমনকি অনেকের হাতে পায়ে ধরে যখন কাজ হয়নি, তখন নিজেই নিজের লেখা বই প্রকাশ করেছেন।

আক্ষেপ জানিয়ে লেখক বলেন, ‘আমার বই আমি হকারি করে বিক্রি করেছি, করছি। কমলাপুর রেলস্টেশনে গিয়ে আমার বই নিজেই বিক্রি করেছি। কে কি বলল তা দেখিনি কখনো। আমার লেখা বই আমি বিক্রি করছি।

আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, ‘আমার মায়ের কাছে মানুষ বিচার দিয়ে বলে ‘তোমার ছেলে ঢাকায় হকারি করে। মা চোখের পানি ফেলে বলে বাবা তুই হকারি করিস। আমার মায়ের চোখের পানি আমি ভুলিনি। আজকে আপনারা আমাকে ভাইরাল করেছেন।’

টিপু সুলতান বলেন, ‘যারা আমাকে গালমন্দ করেছেন তারাই এখন আমার সঙ্গে ছবি তোলেন, তারাই আমার মায়ের কাছে গিয়ে আমার কথা জিজ্ঞেস করেন। আমি সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ।’

লেখক আরও জানান, প্রতিটি কপি বই বিক্রির লভ্যাংশ থেকে ৪ টাকা তিনি আলাদা করেন। ২ টাকা স্ত্রীকে নিয়ে হজ্ব করার জন্য জমা করেন এবং বাকি ২ টাকা অসহায়-দুস্থ মানুষকে সহযোগিতার জন্য জমা করেন।

টিপু সুলতান লেখা ‘বোনাস’ নামের ইংরেজি শেখার বইটি বইমেলার ৯৭ নম্বর স্টলের কুষ্টিয়া প্রকাশনীতে পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি