কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার নাফ নদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গত রোববার রাতে টেকনাফের কেরুনতলীর নাফ নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। ওখানে কয়েকজন নিখোঁজ বলেও প্রচার করা হয়। এটি নিখোঁজদের একজনের মৃতদেহ হতে পারে।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার এলাকার ফরিদ আলম, আবদুল্লাহ, আবদুল কাদের ও আবদুল মান্নানের সমন্বয়ে একটি মানবপাচারকারী চক্র রোহিঙ্গা ও বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চালায়। এ চক্রের একটি নৌকাডুবিতে ৪ জন নিখোঁজ থাকার কথা শুনেছেন তিনি। এই মরদেহ তাদের একজনের হতে পারে। যে চক্রের আস্তানা থেকে মঙ্গলবার রাতে ১৫ জন বাংলাদেশি ও ৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি ও পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) নাফ নদী থেকে অজ্ঞাত আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। যার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।