শট পিস্তল ও গুলিসহ মো. শাহ পরান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের পূর্ব দত্তপাড়া পুরাতন লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন এ তথ্য জানান।
গ্রেফতার মো. শাহ পরান নরসিংদীর রায়পুরা থানার বালুয়াকান্দি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন ডিবির উপপরিদর্শক মো. জামিরুল ইসলাম। পরে গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব দত্তপাড়া পুরাতন লঞ্চঘাট ইউএমসির পতিত জায়গার সামনে বেড়িবাঁধের পাকা রাস্তার ওপর থেকে মো. শাহ পরানকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে লুকানো ১টি শট পিস্তল, কাগজ দিয়ে মোড়ানো ২ রাউন্ড গুলি ও বাঁ-পকেটে কাগজ দিয়ে মোড়ানো ৩ রাউন্ড শটগানের কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মো. শাহ পরানের বিরুদ্ধে রায়পুরা থানায় আগের দুটি মামলা রয়েছে বলেও জানান তিনি।