নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের আট সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে নৌপুলিশ। এ সময় পুলিশ সদস্য আনোয়ার ও উপপরিদর্শক হাবিবকে কুপিয়ে আহত করে ডাকাতরা।
শনিবার (৭ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী নৌফাঁড়ি পুলিশ ধলেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন: ময়না খান, বাবুল হক, আরাফাত হাওলাদার, হারুন বেপারি, হৃদয় খান, শাহ আলম, শাহজাহান ও সোজাত হাওলাদার। তারা বিভিন্ন জেলার বাসিন্দা এবং সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।
বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া জানান, ভোরে ডাকাতদলের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে নৌপুলিশ সেখানে অভিযান চালিয়ে ডাকাত সদস্যদের ধাওয়া দেয়। একপর্যায়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়। পরে নৌপুলিশ ও আশপাশের নৌ-শ্রমিকরা একসঙ্গে ধাওয়া দিয়ে ডাকাতদলের আট সদস্যকে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে রামদা ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় তারা কুপিয়ে আহত করে পুলিশের দুই সদস্যকে।
বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা এবং সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জে নৌপথে ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ জাতীয় আরো খবর..