সাতক্ষীরায় ১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ২০০ টাকা মূল্যের ১৬টি সোনার বারসহ অহিদুজ্জামান (৩৫) নামে এক ইজিবাইক চালককে আটক করেছে ৩৩ বিজিবি।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা এলাকা থেকে ইজিবাইক চালক অহিদুজ্জামানকে আটক করা হয়। অহিদুজ্জামান কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে।
সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ প্রেসবিজ্ঞপ্তিতে জানান, কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত হরিদাস ঠাকুর আশ্রম এলাকায় সন্দেহজনক মনে হওয়ায় ইজিবাইক চালক অহিদুজ্জামানকে তল্লাশি করে। এ সময় তার ইজিবাইক থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের ওজন ১.৮৫৭ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ২০০ টাকা। এ সময় দেড় লাখ টাকা মূল্যের ইজিবাইকটি জব্দ করা এবং চালক অজিদুজ্জামানকে আটক করা হয়।
অহিদুজ্জামানকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।