1. rashidarita21@gmail.com : bastobchitro :
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমন পরিস্থিতিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা পূর্বাভাসে চলমান অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ কক্সবাজারে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (১১ মার্চ) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি