ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।
ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিদফতর সংরক্ষণের উপপরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার রিয়াদ রায়হান আবির, এনজিওকর্মী শিবু পদ বিশ্বাস, কালীগঞ্জ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবির উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, অস্বাস্থ্য পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, খাবার মেয়াদোত্তীর্ণ, চটকদার বিজ্ঞাপন দেয়ার অপরাধে রায় সুইট হোটেলকে ১০ হাজার টাকা, মেহেরুন হোমিও হলকে ৫ হাজার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, রিজেন্ট হেয়ার সেন্টারকে ৩০ হাজার টাকা, হাসিব সার্জিক্যাল ও ফিজিওথেরাপিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মামুনুল হাসান বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। কালীগঞ্জ শহরের ৫ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।