1. rashidarita21@gmail.com : bastobchitro :
ছাতকে অর্ধদিবস হরতাল পালন | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

ছাতকে অর্ধদিবস হরতাল পালন

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

সুনামগঞ্জের ছাতকে খোলাবাজারে চুনাপাথর বিক্রির প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী-শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে ছাতক পৌর এলাকায় এ হরতাল চলে দুপুর ১২টা পর্যন্ত।

ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য এ হরতালের ডাক দিয়েছে। হরতালের কারণের ছাতক পৌর শহরে সব ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ ছিল। হরতাল সমর্থকরা বাঁশ ফেলে সড়ক অবরোধ করে রাখে।
হরতালকারীদের অভিযোগ, শিল্প আইন লঙ্ঘন করে লাফার্জ-হোলসিম ভারত থেকে আমদানি করা চুনাপাথর ক্রাশিং করে খোলাবাজারে বিক্রি করছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুব্ধ আমদানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা। অবৈধ এ ব্যবসা বন্ধ না করলে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
এর আগে অর্ধদিবস হরতাল ও সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধের সমর্থনে মঙ্গলবার (২৫ অক্টোবর) শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। এরপর সন্ধ্যায় ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি