চট্টগ্রাম নগরীতে কাগজ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৬ নভেম্বর) ২ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ বোস্তামি এলাকায় ম্যাক পেপার মিলস নামে ওই কাগজ কারখানায় আগুন লাগে।
ম্যাক পেপার মিলসের কর্মচারীরা জানান, ভোর ৪টায় কার্টনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই কারখানায় থাকা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এর পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে, আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে কার্টনের গোডাউনের সব মালামাল পুড়ে যায় বলে জানান কর্মচারীরা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, খবর পেয়ে ভোর ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ জানাতে না পারলেও বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা কারখানা কর্মচারীদের।
এদিকে ম্যাক পেপার মিলসের পরিচালক মো. ইমরান বলেন, আগুনের ঘটনায় কার্টন গোডাউনের মালামাল পুরোপুরি পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কত টাকার ক্ষতি হয়েছে, তা পুরোপুরি আগুন নির্বাপণের পরেই জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
এ জাতীয় আরো খবর..