কুষ্টিয়া ট্রাভেল গ্রুপের চেয়ারম্যান আলিফ খান এবং মুমতাহীন ইমরান রিয়াদ। তারা সরাসরি কুষ্টিয়া থেকে রিজার্ভ গাড়িতে কক্সবাজার, সেন্টমার্টিন দ্বীপ, রাঙ্গামাটি,বান্দরবান, খাগড়াছড়ি,সাজেক ভ্যালি, সিলেট চা বাগান,সুন্দরবন, নিঝুম দ্বীপ,কুয়াকাটা, বাংলার তাজমহল, মহাস্থানগড়, মুজিবনগর সহ দেশের সকল ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। ভ্রমণের বিশ্বস্ত মাধ্যম কুষ্টিয়া ট্রাভেল গ্রুপ। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পর্যটন করেছেন সুনামের সঙ্গে।
ইতোমধ্যে কুষ্টিয়া ট্র্যাভেল গ্রুপের চেয়ারম্যান আলিফ খান এবং মুমতাহীন ইমরান রিয়াদ জানিয়েছেন, তাদের পরের ভ্রমণ পরিকল্পনা ‘সিলেট’ এর উদ্দেশ্যে হবে। যাত্রা শুরু করবে ১৭ নভেম্বর বিকাল ৫ টা ও যাত্রার শেষ হবে ২১ নভেম্বর সকাল ৭ টা।
তাছাড়া আরও বলেন, “আমরা আমাদের ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তার কথা মাথায় রাখি এবং মেয়েদের জন্য আমরা সর্বোচ্চ সিকিউরিটির নিশ্চয়তা দিয়ে থাকি। সুতরাং ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রী, কাপল এবং পরিবারের সবাইকে নিয়ে এই ট্যুরে জয়েন করতে পারেন”।
কুষ্টিয়া ট্রাভেল গ্রুপের চেয়ারম্যান আলিফ খান বলেন মানুষকে যান্ত্রিক জীবন থেকে বের করে নিয়ে এসে স্বল্প খরচে পরিবার নিয়ে দেশে বিদশে ঘুরে দেখানোর জন্যই তাদের এই উদ্যোগ। চাকরি, টাকা, ব্যবসা, সব কিছুর সাথে যে মানুষ একটা সুন্দর জীবন উপভোগ করার সু্যোগ পাই বা নিজেকে সময় দিতে হয় সৃষ্টিকর্তার প্রকৃতির সাথে তার বাস্তবায়ন করার জন্য কুষ্টিয়া ট্রাভেল গ্রুপ এর আবিষ্কার। শুধু কুষ্টিয়ায় নয় তাদের পাশ্ববর্তী জেলা ভ্রমণ পিপাসুও একই কাতারে শামিল হয়েছে।
কুষ্টিয়ার মানুষ অত্যন্ত আনন্দিত প্রত্যেকে তাদের সাফল্য কামনা করে। এগিয়ে যাক তারুণ্যের নতুন উদ্যোক্তা এমনটাই আশা করেছেন। কুষ্টিয়া ট্রাভেলের মাধ্যমে ভ্রমণ করেছে তারা জানিয়েছেন, যথেষ্ট মানসম্মতভাবে স্বস্তির সঙ্গে পর্যটন করে ফিরেছেন কুষ্টিয়াতে বিশ্বস্ত এই কুষ্টিয়া ট্রাভেল। যথেষ্ট সুনাম বয়ে এনেছে সাধারণ জনগণের মাঝে।