1. rashidarita21@gmail.com : bastobchitro :
গাইবান্ধা-৫ উপনির্বাচন: ‘হঠকারী সিদ্ধান্ত নেবে না ইসি’ | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

গাইবান্ধা-৫ উপনির্বাচন: ‘হঠকারী সিদ্ধান্ত নেবে না ইসি’

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণে অনিয়মের প্রতিবেদন নিয়ে কোনও হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না।

তিনি বলেন, আমরা পর্যালোচনা করছি ও বিষয়টি ভালোভাবে দেখছি

বুধবার (২২ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

আসনটিতে নতুন করে নির্বাচন দেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। একটু সময় নিন, সব জানতে পারবেন।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে সাঘাটা ও ফুলছড়িতে নানা অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। পরে ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ইসি। কমিটি দুই দফা তদন্ত করে ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

ইসি ইতোমধ্যে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন পরবর্তী ৯০ দিনের অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসাবে আগামী ২০ জানুয়ারির মধ্যে এ আসনের উপনির্বাচন শেষ করতে হবে ইসিকে। এ নির্বাচন অনুষ্ঠানে ইসির হাতে আর ৫৮ দিন সময় রয়েছে।


নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাহামুদ হাসান রিপন- নৌকা প্রতীক, জাতীয় পার্টি থেকে এইচ এম গোলাম শহীদ রঞ্জু- লাঙ্গল প্রতীক, বিকল্পধারার প্রার্থী জাহাঙ্গীর আলম- কুলা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ- আপেল প্রতীক ও মাহবুবুর রহমান- ট্রাক প্রতীক নিয়ে এই পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সাঘাটা ও ফুলছড়ি- এ দুই উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। এতে মোট ভোটার তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি