খুলনা জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা খুলনা রূপসা উপজেলার রুপসা ঘাটের পাশেই ঢাকার রাস্তার মাথায় অবৈধ ইটের ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রেজাউল ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ০১/০৩/২০২৩ বুধবার সকাল ১১ টায়।
তালিমপুর নিবাসী নুর ইসলাম এর পুত্র রেজাউল ইসলাম মটর সাইকেল আরোহী বাড়ি থেকে বের হয়ে পূর্ব রূপসা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ব্রেকবিহীন ট্রলি বাগমারা প্রাইমারি স্কুলের সামনে ঢাকার রাস্তার মাথায় ৪ রাস্তার মোড়ে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল সহ যুবক মাটিতে লুটিয়ে পড়ে এবং মারাত্মক জখম হয় তখন আশেপাশের লোকজন দ্রুত তাকে ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত্যুর খবর শুনে অত্র তালিমপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, এই অবৈধ ট্রলি রূপসা অঞ্চলে প্রায় ৬০ থেকে ৭০ টি ইটের ভাটা আছে এই ভাটা গুলির ইট পরিবহনের কাজে ব্যবহার হয়ে থাকে। ইতিমধ্যে রূপসা অঞ্চলে এই অবৈধ ট্রলিতে পাঁচ থেকে ছয়জনের প্রাণহানি ঘটেছে যার জন্য বিভিন্ন সময় থানা ও উপজেলা প্রশাসনের মধ্যস্থতার মাধ্যমে ট্রলি চলাচলের একটি সময় নির্ধারণ করা হয় কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন সময়ের দিকে খেয়াল না করে ইচ্ছামত এ অবৈধ ট্রলিগুলো চলছে।
অত্র এলাকার সচেতন মহলের সাথে কথা বললে তারা বলেন যে, বি আর টি এর রেজিস্ট্রেশনবিহীন যা মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ জান এত প্রাণহানি হওয়ার পরেও এই জান কিভাবে চলে নাম না বলার শর্তে এক ব্যক্তি বলেন প্রশাসনকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে এ জানগুলো এভাবে দাপিয়ে বেড়াচ্ছে। রূপসা অঞ্চলের সুধীজন সচেতন মহল আবাল বৃদ্ধা বর্ণিতা সকলেই এই অবৈধ ট্রলি চলাচল বন্ধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছেন।