পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে মলম পার্টির ছয় সদস্যকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈকতের লেম্বুরবন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকার শাহ আলম (৫২), একই এলাকার জাকির হাওলাদার (৪৫), শিবচরের মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার আবুল হোসেনের ছেলে মামুন আকন (৪২), রাজবাড়ী জেলার নওপাড়ার সিরাজ মোল্লার ছেলে কুদ্দুস মোল্লা (৩৪) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের রশিদ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৪)।
এ সময় তাদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার সরঞ্জাম ও ৭৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, লেম্বুরবন এলাকার ইব্রাহিম নামে এক ব্যক্তিকে কয়েক মাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। এদের কয়েকজনকে সৈকতে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেন ইব্রাহিম। পরে পুলিশ এসে তাদের আটক করে।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আশরাফুর রহমান বলেন, ইব্রাহিম নামে এক ব্যক্তি ফোন করে মলম পার্টির কথা জানায়। পরে ওই এলাকায় দায়িত্বে থাকা টুরিস্ট পুলিশের একটি টহল টিম মলম পার্টির সদস্যদের গতিবিধি লক্ষ করে। এরপর তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা মানুষকে অজ্ঞান করার কিছু সরঞ্জাম ও নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে জানান পুলিশ সুপার আশরাফুর রহমান।
এ জাতীয় আরো খবর..