1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়া ওজোপাডিকো’র ৩৩/১১ কেভি হাউজিং উপকেন্দ্রেটি দ্বিগুন সক্ষমতায় উন্নীতকরণ | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

কুষ্টিয়া ওজোপাডিকো’র ৩৩/১১ কেভি হাউজিং উপকেন্দ্রেটি দ্বিগুন সক্ষমতায় উন্নীতকরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

কুষ্টিয়ায় ক্রমবর্ধমান চাহিদা পূরনসহ বিদ্যুৎ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গুনগত মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানী লি: ওজোপাডিকো লি: শহরের হাউজিং ৩৩/১১ কেভি উপকেন্দ্রটির দ্বিগুন সক্ষমতা উন্নীতকরণ প্রকল্পটি নির্মাণ শেষে চালু করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১০টায় এই প্রকল্পের পরিচালক প্রকৌশলী আরিফুর রহমান হাউজিং উপকেন্দ্রের সুইচ অন করে ৫৩.৩২ এমভিএ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারটি চালু করেন। এর আগে এই উপকেন্দ্রটির সক্ষমতা ছিলো ২৬.৩৩ এমভিএ। সম্পূর্নরূপে আধুনিক ও স্বয়ংক্রিয় প্রযুক্তি সমৃদ্ধ দ্বিগুন ক্ষমতা সম্পন্ন এই উপকেন্দ্রটি চালু করার মধ্যদিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাউজিং এলাকাসহ শহরের পূর্বাংশের সকল গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা যাবে বলে জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এসময় সেখানে কুষ্টিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহান ই সবমন, নির্বাহী প্রকৌশলী বিবিবি-২ অনুপম চক্রবর্তী, নির্বাহী প্রকৌশলী বিবিবি-১ প্রনব চন্দ্র দেবনাথ, সিষ্টেম কন্ট্রোল ও প্রটেকশন বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ ঘোষ, উপবিভাগীয় প্রকৌশলী জুয়েল রানা প্রমুখ। প্রকল্পের পরিচালক প্রকৌশলী আরিফুর রহমান জানান, “৩৩/১১ কেভি উপকেন্দ্রটির দ্বিগুন সক্ষমতা উন্নীতকরণের মাধ্যমে এলাকাভুক্ত গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া সম্ভব হবে। সেই সাথে আধুনিক প্রযুক্তি সম্পন্ন উপকেন্দ্রটি চালুর মধ্য দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিরাবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব। এছাড়া বিদ্যুতের সিস্টেম লসও কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি