1. rashidarita21@gmail.com : bastobchitro :
কুষ্টিয়ার পদ্মায় বিলুপ্ত প্রজাতির মিঠা পানির কুমির ধরা | Bastob Chitro24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

কুষ্টিয়ার পদ্মায় বিলুপ্ত প্রজাতির মিঠা পানির কুমির ধরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় শুক্রবার সন্ধ্যায় পদ্মার হার্ডিং ব্রীজ সংলগ্ন নদীতএ একটি কুমির ধরা পড়ে। কুমিরটির ওজন প্রায় ৩৫ কেজি। বনবিভাগের কর্মকর্তারা এটিকে মিঠা পানির কুমির চিহ্নিত করে ঐ রাতেই পদ্মাতে অবমুক্ত করে দেন।

কুষ্টিয়া বনবিভাগীয় কর্মকর্তা জিএম মো. কবির জানান শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে পদ্মা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় জেলে আবুল কালাম আজাদের জালে আটকে যায় ওই কুমিরটি।

তিনি আরও বলেন এ ধরনের কুমিরকে মিঠা পানির কুমির বলা হয়। এটি লম্বায় ৬ ফুট এবং চওড়ায় আড়াই ফুটের মত। বাদামি রংয়ের এই কুমিটির ওজন প্রায় ৩৫ কেজি। তিনি বলেন এটি পদ্মার ভারত অংশে বেশ দেখা যায়। তার ধারণা গত বর্ষায় ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় এটি নদী দিয়ে এখানে এসে থাকতে পারে।এ ধরনের কুমির পদ্মাতে আগে দেখতে পাওয়া যায়নি।

জালে কুমির আটক হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে শত শত মানুষ কুমিরটিকে একনজর দেখার জন্য সেখানে ভিড় জমায়।

বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের উপস্থিতিতে রাতেই কুমিরটিকে আবার পদ্মা নদীতেই অবমুক্ত করে দেওয়া হয় বলে জানান কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি