1. rashidarita21@gmail.com : bastobchitro :
কমিউনিটি পুলিশিং - ২০২২ বর্ণাঢ্য আয়োজনে পালিত। | Bastob Chitro24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন

কমিউনিটি পুলিশিং – ২০২২ বর্ণাঢ্য আয়োজনে পালিত।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য ২৯ অক্টোবর, ২০২২ তারিখ কুষ্টিয়া জেলায় সফলভাবে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে-২০২২”।

পুলিশ সুপার কার্যালয় চত্ত্বরে বেলুন উড়িয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন -জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ড. এস এম মুসতানজিদ। কুষ্টিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, অফিসার ও ফোর্স, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সদস্যগণ।

পরবর্তীতে উপস্থিত সকলেই বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড এবং সুসজ্জিত বাদক দলের সম্বনয়ে পুলিশ লাইন্স হতে বাহির হওয়া বর্ণাঢ্যে র‌্যালীতে অংশ গ্রহণ করেন। র‌্যালিটি কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। অতঃপর পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মহোদয় আগত সকল সদস্যদের উপস্থিতিতে কেট কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় কমিউনিটি পুলিশিং এর সুফল সম্পর্কে বিভিন্ন দৃষ্টান্ত সবার মাঝে তুলে ধরেন। এছাড়াও কমিউনিটি পুলিশিং এর ইতিহাস, গঠন, কাজের প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে গুরুত্ব পূর্ন বক্তব্য রাখেন।

এসময় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার(CPO) ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য(CPM) সম্মাননা স্মারকসহ সার্টিফিকেট প্রদান করেন এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি