কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি রামদা, তিনটি কিরিচ, একটি ছুরি ও দুটি দেশীয় টিপ ছুরি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: কক্সবাজার শহরের কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার উসমান গনির ছেলে রবিউল আলম (৩৫), সমিতি পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে রমজান আলী (৩৫), বাদশাঘোনার কাশেমের ছেলে ওসমান (৩২), নতুন বাহারছড়া এলাকার মনির আহমদের ছেলে মঞ্জুর আলম (৩০), বৈদ্যঘোনা এলাকার মো. বকরের ছেলে মো. তাহের (৩৫), শহরের দক্ষিণ ঘোনাপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে নবী হোসেন (২৭), টেকনাফের জালিয়াপাড়া এলাকার মো. বদুর ছেলে মো. জোবায়ের (৩৫) ও মহেশখালীর ধলঘাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৮)।
র্যাবের দাবি, আটক সবাই ডাকাত দলের সদস্য এবং এতে তাহের ও মঞ্জু দুটি ডাকাতদলের প্রধান।
কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
মো. আবু সালাম চৌধুরী জানান, সৈকতের ঝাউবনের ভেতরে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।