রংপুর মহানগরীতে একটি ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মেসে থাকা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। স্থানীয়রা বলছেন, একাদশীর পূজার প্রদীপ থেকে আগুনের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে কেডিসি রোডের লক্ষ্মী মহল ছাত্রীনিবাসের একটি বন্ধ কক্ষ থেকে বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। ওই মেসের বেশিরভাগ কক্ষে গ্যাস সিলিন্ডার থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ধর্মীয় মতে একাদশীর পূজা দেয়ার জন্য রুমে প্রদীপ জ্বালিয়ে পাশের রুমে যান মুক্তা। কিছুক্ষণের মধ্যে প্রদীপের আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আগুন ছড়িয়ে পাশের আরেকটি রুম পর্যন্ত চলে যায়। এ সময় পাশের রুমের এক ছাত্রী বুঝতে পেরে চিৎকার করতে থাকেন। তাৎক্ষণিকভাবে ছাত্রীনিবাসের মালিক নিধুরাম অধিকার ফায়ার সার্ভিসকে কল করলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হঠাৎ আগুন লাগায় ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। সেখানকার ৯টি কক্ষের মধ্যে দুটি কক্ষের মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম বলেন, আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অবকাঠামোগত তেমন ক্ষতি না হলেও শিক্ষার্থীদের মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।