1. rashidarita21@gmail.com : bastobchitro :
একসঙ্গে জন্ম নেয়া ৪ শিশুর মধ্যে বাঁচল না ছেলেসন্তানটি | Bastob Chitro24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

একসঙ্গে জন্ম নেয়া ৪ শিশুর মধ্যে বাঁচল না ছেলেসন্তানটি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

জামালপুরের ইসলামপুর উপজেলায় একসঙ্গে জন্ম নেয়া চার শিশুর মধ্যে ছেলেসন্তানটি মারা গেছে। তবে তিন কন্যাশিশু সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে প্রসূতি দুলেনা ওই চার সন্তানের জন্ম দেন। এর মধ্যে তিন কন্যাশিশু সুস্থ রয়েছে। তবে শুক্রবার (২০ জানুয়ারি) রাতে মারা যায় ছেলেসন্তানটি।

দুলেনার আগেরও পাঁচ সন্তান রয়েছে। সব মিলিয়ে আট সন্তানের মা হলেন তিনি।
দুলেনা ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর মধ্যপাড়া গ্রামের কৃষক সাজুর স্ত্রী।
আট সন্তানের বাবা হতে পেরে সাজু মিয়া অনেক খুশি। তিনি বলেন, ‘আমার পাঁচটি সন্তান রয়েছে। আরও তিন সন্তানের বাবা হলাম। এতে আমি অনেক খুশি।’

জামালপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসক প্রসন দেবনাথ বলেন, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই শিশুদের জন্ম হয়। নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করায় এক শিশুর মৃত্যু হয়েছে। অন্য শিশুরা সুস্থ রয়েছে। তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি