সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু ইকোপার্কের প্রধান গেট থেকে ছিনতাই করার অভিযোগে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাইল ও টাকা। এ ছাড়া জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, গত ১ নভেম্বর বিকেলে দুই মোটরসাইকেলে ৪ ছিনতাইকারী সিরাজগঞ্জ থানাধীন ইকোপার্কে ঘুরতে আসা দুই ব্যক্তিকে ঘিরে ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ ৮৮০ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ওইদিন ভুক্তভোগীরা সিরাজগঞ্জ সদর থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সুপার অরিফুর রহমান মণ্ডলের নির্দেশে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে ২ ছিনতাইকারী এবং তাদের সহযোগিতার অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার হরিপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২০), হযরত আলীর ছেলে ইব্রাহীম খলিল লিমন (১৪) এবং ডিগ্রিরচর, গ্রামের মো. হেলাল শেখ ছেলে মো. আবদুর রহিম (৩৪)।
পুলিশ সুপার আর জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা পেশাদার ছিনতাইকারী, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে।