1. rashidarita21@gmail.com : bastobchitro :
ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ময়মনসিংহের হালুয়াঘাটে দিন-দুপুরে ফিল্মি স্টাইলে এক কর্মচারীকে কুপিয়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের দুইদিন দিন পর সাড়ে ৫ লাখ টাকা উদ্ধার হয়েছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫ ডাকাত।

বুধবার (২৯ মার্চ) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক বিফ্রিংয়ে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা।

গ্রেফতাররা হলেন- ইলিয়াস (২৭), রফিকুল ইসলাম (২৬), ফাহিম (২০), রিপন মিয়া (২৫) ও আরাফাত হোসেন আকাশ (২৪)। এরমধ্যে রিপন ও আকাশ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সুপার জানান, গত ২৭ মার্চ নাগলা বাজার থেকে ১২টি অটোরিকশায় টাকাভর্তি ব্যাগ নিয়ে ধারা বাজারের রূপালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন দোকান কর্মচারী মিজবাহুল ইসলাম। এ সময় ৬-৭ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল গড়পাড়া এলাকায় অটোরিকশার গতি রোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মিজবাহুলের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় মিজবাহুল বাঁধা দিলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাতরা। এ সময় ধস্তাধস্তি হলে স্থানীয়দের সহায়তায় এক ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার (২৮ মার্চ) ভুক্তভোগী ব্যবসায়ী মোস্তফা কামাল (৪০) হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এ ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি চাকু এবং দুটি মোবাইল জব্দ করা হয়েছে।

গ্রেফতার আসামিদের মধ্যে ইলিয়াস ও রিপন মিয়া হালুয়াঘাট থানার একাধিক মামলার আসামি বলেও জানান এসপি।

প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, ফালগুণি নন্দি, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি