1. rashidarita21@gmail.com : bastobchitro :
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যু | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩

ময়মনসিংহ নগরীর একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কর্তৃপক্ষের গাফিলতিতে আনোয়ার হোসেন আরমান (১৯) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতে ভর্তির পর মঙ্গলবার (৭ মার্চ) সকালে তার মৃত্যু হয়। আনোয়ার হোসেন আরমান ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং ঈশ্বরগঞ্জের ধনিয়কান্দা ফাযিল মাদ্রাসার আলীম ১ম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় স্বজনরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। মাদকাসক্তি নিরাময় কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, আরমান মাদক সেবনে অসুস্থ হয়ে পড়লে তাকে সোমবার রাতে অ্যাম্বুলেন্সে করে নগরীর মাসকান্দা এলাকার প্রভাত ফেরী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে আসা হয়। এখানে আনার ১২ ঘণ্টার ব্যবধানে রোগীর মৃত্যু হয়।
যথাযথ চিকিৎসা না দেয়ায় আরমানের মৃত্যু হয়েছে বলে তার বাবা আব্দুল আউয়ালের অভিযোগ।

তবে মাদকাসক্তি নিরাময় কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রভাত ফেরী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক রাজিবুল আলম রনি বলেন, মাদকাসক্ত আরমান গাঁজা এবং পেস্টিং জাতীয় মাদক সেবন করতো। তাকে যখন নিরাময় কেন্দ্রে আনা হয়েছিল তখন অনেক ধস্তাধস্তি করেছিল। কিন্তু তাকে কোনো আঘাত কিংবা ওষুধ সেবন করানো হয়নি। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোতোয়ালি ৩ নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাসুল সামদানী আজাদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে বিভিন্ন জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মো. খুরশীদ আলম জানান, প্রভাত ফেরী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ১০ শয্যার অনুমতি থাকলেও আইন অমান্য করে বর্তমানে ২২ জন রোগী ভর্তি আছে।

এছাড়া মৃত রোগীর সাথে কি ধরনের আচরণ করা হয়েছিল এবং কি ব্যবস্থা নেয়া হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অন্যান্য রোগী ও কর্মচারীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। তদন্ত শেষে কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি