কুষ্টিয়া থেকে চোরাই মোটরসাইকেল, মোবাইল ফোন, মাস্টার চাবিসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (৪ মার্চ) রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কুষ্টিয়া ভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে রোববার (৫ মার্চ) বিকেলে গ্রেফতার ছিনাইকারীকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার মহাসিন ওরফে মোবারক পাবনা জেলার চরকাতরা গ্রামের গুচ্ছপাড়ার কিতাব সরদারের ছেলে।
পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের মাঠে কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী সড়কের দুই পাশে গাছের সাথে দড়ি বেঁধে রাখে। এ সময় দর্শনা আজিমপুর গ্রামের সাহিদ হোসেন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বোনের বাড়ি কুকিয়াচাঁদপুর গ্রামে যাচ্ছিল। সাহিদ হোসেন পৌঁছালে ছিনতাইকারীরা তাকে মারপিট করে দড়ি দিয়ে হাত-পা বেঁধে পাশের মাল্টা বাগানে ফেলে রেখে পালিয়ে যায়।
এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ঘটনায় সাহিদ হোসেন বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরের দিন সদর থানার এসআই হাসানুজ্জামান জীবননগর থানা এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে ছিনতাইকারী মহাসিনকে আটক করে। তার কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও মোটরসাইকেল চুরির মাস্টার চাবি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। ছিনতাইকারী দলের প্রত্যেক সদস্যকে আটক করা হবে।
এ জাতীয় আরো খবর..