1. rashidarita21@gmail.com : bastobchitro :
পিলখানা ট্র্যাজেডির দিন খালেদা জিয়ার আচরণ ছিল সন্দেহজনক: হানিফ | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

পিলখানা ট্র্যাজেডির দিন খালেদা জিয়ার আচরণ ছিল সন্দেহজনক: হানিফ

কুষ্টিয়া অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলতে পিলখানায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল মন্তব্য করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ঘটনার দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আচরণ ছিল সন্দেহজনক।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়া সচরাচর সকালে ঘুম থেকে ওঠেন না। কিন্তু বিডিআর বিদ্রোহের দিন সকালে ঘুম থেকে উঠে গাড়িতে করে দুই দিনের জন্য কোথায় যেন চলে যান। এছাড়া লন্ডন থেকে তার সঙ্গে তারেক রহমান একাধিকবার ফোনে কথা বলেছেন।

তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না, এ ঘটনার পেছনে তাদের ষড়যন্ত্র রয়েছে। কারণ নতুন সরকার গঠনের মাত্র ৫০ দিনের মাথায় এ ধরনের ঘটনা ঘটেছিল। এটা সরকারকে উৎখাত বা আঘাত করার লক্ষ্যে ঘটানো হয়েছিল।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, পিলখানা ট্র্যাজেডি মামলার চূড়ান্ত রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। আশা করি, এ বছরের মধ্যেই চূড়ান্ত রায় কার্যকর হবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে। পিলখানা ট্র্যাজেডির ভয়াবহ নৃশংসতার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলার একসঙ্গে বিচার শুরু হয়। বিচারিক আদালত ও হাইকোর্ট দুই জায়গাতেই হত্যা মামলার বিচার শেষ হয়েছে। এখন আপিল বিভাগে চূড়ান্ত আইনি লড়াইয়ের অপেক্ষা। তবে নিম্ন আদালতে ১৪ বছর ধরে ঝুলে আছে বিস্ফোরক আইনে করা মামলাটি। ফলে হত্যা ও বিদ্রোহ মামলায় খালাস মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না অনেক আসামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি