1. rashidarita21@gmail.com : bastobchitro :
ঝিনাইদহে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ | Bastob Chitro24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

ঝিনাইদহে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

ঝিনাইদাহ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

ঝিনাইদহ শহরের আল-ফালাহ প্রাইভেট হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ শম্পা খাতুন নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ঢাকায় নেয়ার পথে শম্পার মৃত্যু হয়। শম্পা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কামতা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী।

স্বজনরা জানান, পিত্তথলির পাথর অপারেশনের জন্য সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের আল-ফালাহ হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার লক্ষীপুর গ্রামের শম্পা খাতুন। রাতে মাগুরা মেডিকেল কলেজের চিকিৎসক জাহিদুর রহমান তার অপারেশন করেন। অপারেশনের পর সকাল পর্যন্ত তার জ্ঞান না ফেরায় দ্রুতই তাকে ঢাকায় রেফার্ড করে ক্লিনিক কর্তৃপক্ষ। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শম্পার ভাই জাহিদুল ইসলাম বলেন, পিত্তথলির পাথর অপারেশনের জন্য বোনকে হাসপাতালে ভর্তি করেছিলাম। অপারেশনের পর অসুস্থ হয়ে পড়ে। পরে ঢাকায় নেয়ার পথে মারা যায়।

আল-ফালাহ হাসপাতালের স্বত্বাধিকারী মুন্সী কামাল আজাদ পান্নু বলেন, ‘রোগীটির অপারেশনের পর স্ট্রোক করেছিল। এ জন্য অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের ঢাকায় নেয়ার কথা বলি। পথিমধ্যে পদ্মাসেতু পর্যন্ত গেলে তিনি মারা যান।

এ ব্যাপারে চিকিৎসক জাহিদুর রহমানকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
সিভিল সার্জন ডা. শুভ্রা রাণী দেবনাথ বলেন, ‘বিষয়টা আমরা শুনেছি। আগামীকাল টিম পাঠিয়ে বিষয়টির তদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
প্রযুক্তি সহায়তায়: রিহোস্ট বিডি