নোয়াখালীর সেনবাগ উপজেলায় তিন ইটভাটাকে জরিমানা করা হয়েছে। লাইসেন্স না থাকা, পরিমাপ থেকে ছোট আকারের ইট তৈরি ও ফসলি জমির মাটি কেটে ইট তৈরি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ওই তিন ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউপির বালিয়াকান্দি গ্রামের ভাই ভাই ব্রিকফিল্ডের কাগজপত্র না থাকা ও পরিমাপের চেয়ে ছোট মাপের ইট প্রস্তুত ও ফসলি জমির মাটি কাটার অপরাধে ভাটার মালিক আবু তাহের কোম্পানীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিমাপের চেয়ে ছোট মাপের ইট প্রস্ততের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একই এলাকার যমুনা ইটভাটা মালিক সফি উল্লাহকে ৫০ হাজার টাকা এবং লাইসেন্স না থাকা ও পরিমানের চেয়ে ছোট সাইজের ইট প্রস্তুত করার অপরাধে ফাতেমা ব্রিকফিল্ড মালিক মো. দাউদকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়।
ইটভাটায় অভিযান ও চার লাখ টাকা জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি জানান, লাইসেন্স না থাকায় ইটভাটা মালিকদের ১০ দিনের সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে লাইসেন্স না করলে ইটভাটাগুলো বন্ধ করে দেয়া হবে।