রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিনা টিকেটে রেল ভ্রমণের অভিযোগে ৪৩০ জন যাত্রীকে শনাক্ত করে তাদের নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল হাসান। এ সময়ে তার সঙ্গে ছিলেন রেলওয়ের বিভাগীয় কর্মকর্তাগণ।
ভৈরব স্টেশন মাষ্টার নরুনন্নবী জানান, ভৈরব রেলস্টেশনের ওপর দিয়ে যাতায়াতকারী আপ ও ডাউনের ১২টি আন্তঃনগর ট্রেন থামিয়ে ২০ জন টিকেট চেকার ও ইন্সপেক্টরগণ টিকেট চেকিংয়ের মাধ্যমে বিনা টিকেটে ভ্রমণকারী যাত্রীদের শনাক্ত করে ৫৪০ টাকা করে জনপ্রতি জরিমানাসহ ভাড়া আদায় করেন।
প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল হাসান বলেন, যাত্রীদের ভ্রমণ স্বাচ্ছন্দ্যয় করতে বিনা টিকেটে রেল ভ্রমণ নিরুৎসাহিত এ অভিযান চালানো হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..